advertisement
আপনি পড়ছেন

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিনের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তিন বছরের সাজা হয়েছে তাঁর। এ মামলায় তিনি কারাগারে ছিলেন।

mp bodi

বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বদির জামিনের বিরুদ্ধে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ আপিল করেন। এরআগে সাংসদ বদির বিরুদ্ধে দুটি মামলা করেছিল দুদক। এই মামলায় গত ২ নভেম্বর এমপি বদিকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

একই সঙ্গে এমপি বদিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

যদিও একই মামলায় বুধবার ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পান এমপি বদি। দুদকের করা আপিল আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে ধরণা করা হচ্ছে।

আপনি আরো পড়তে পারেন

ভোর রাতে কেঁপে উঠলো দিল্লি

ঝালকাঠিতে মন্দিরে হামলা

১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মোদি?

বিপিএলের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

সীমান্ত ঘেঁষে সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান