advertisement
আপনি দেখছেন

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে মিয়ানমারের উদ্দেশে রোববার ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ও মিয়ানমার সেনাবাহিনীর প্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

army cheif aziz ahmed 1সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ

সাক্ষাৎকালে তারা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নেয়া বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া, সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং সেখানে মিয়ানমার সেনাবাহিনীর ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও স্থলমাইন স্থাপনের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

জেনারেল আজিজের ন্যাশনাল ডিফেন্স কলেজ, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও সামরিক জাদুঘরসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে। সেনাপ্রধান সফর শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবেন। ইউএনবি।