সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিকে সেন্টার করে এর আশেপাশের প্রায় চার কিলোমিটার এলাকা পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গেছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই কাজে নিয়োজিত আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রেস্টুরেন্টের ভেতরে এখনও কেউ ঢুকতে পারে নি। ভেতরে অন্তত ২০ জন বিদেশি নাগরিক জিম্মি আছেন বলে জানা গেছে।
সন্ত্রাসীরা রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই সেখানকার আলো বন্ধ করে রেখেছে। ভেতর থেকে মাঝে মাঝে গুলির শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না বলে ও জানা গেছে।
রেস্টুরেন্টের বাইরে পুলিশ-র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য অবস্থান নিয়েছেন। তাদের সাথে বর্তমান অবস্থা মোকাবিলার সমস্ত সরঞ্জামই রয়েছে।
এর মধ্যে একবার সন্ত্রাসীদের সাথে কথা বলার জন্য পুলিশের একটি দল একটি হ্যান্ডমাইক নিয়ে রেস্টুরেন্টের দিকে আগায়। কিন্তু তাঁরা কাছাকাছি যাওয়ার পর তাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ অরা হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং কর্মকর্তা আহত হন।
আপনি আরও পড়তে পারেন
র্যাব মহাপরিচালক: বিপথগামীদের সাথে কথা বলতে চাই
গুলশানে সন্ত্রাসীদের গুলিতে ওসি সালাহউদ্দিন নিহত
গুলশান থেকে লাইভ সম্প্রচার না করার অনুরোধ
গুলশানে বিদেশি জিম্মি, সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়
উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের কর্মসুচি স্থগিত