ঢাকার গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলার দায় আইএস স্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত সংবাদ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। শুক্রবার রাত দেড়টার দিকে ওয়েবসাইটটি এই খবর দেয়।
আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স জানায়, গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনাটি আইএস ঘটিয়েছে।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের বিভিন্ন হত্যার ঘটনায় আইএসের সম্পৃক্ততা আছে জানিয়ে নিউজ করেছে সাইট ইন্টেলিজেন্স। যদিও সাইট ইন্টেলিজেন্সের বিশ্বস্ততা নিয়েও সন্দেহ রয়েছে। সারাবিশ্বে আইএসের বিভিন্ন হামলার খবর শুধু সাইট ইন্টেলিজেন্সই প্রকাশ করে থাকে। ফলে নিজেদের সুবিধার্থে একপেশে সংবাদ পরিবেশন করে বলে সাইটের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
গুলশানের ঘটনায় এখন পর্যন্ত দুজন পুলিশ সদস্য নিহত এবং দশ থেকে পনেরজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কেউ উদ্ধার হয় নি।