আপনি পড়ছেন

করোনাভাইরাস আতঙ্কে চীনের উহান প্রদেশ থেকে সম্প্রতি ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। সেখানে এখনো অন্তত ১৭২ জন বাংলাদেশি আটকা পড়ে আছেন। তাদের কাছে থাকা খাবারও শেষ হয়ে গেছে।

china bangladeshi student traped

এদিকে, বেঁচে থাকার আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সেখানে থাকা এক শিক্ষার্থী। দ্বীন মুহাম্মদ প্রিয় নামের ওই শিক্ষার্থী উহানে অবস্থিত চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষার্থী।

দ্বীন মুহাম্মদ প্রিয় তার ফেসবুক পোস্টে লেখেন, ‘খাবারের অভাব যে কত বড় কঠিন তা নিজে সম্মুখীন না হলে হয়তো বুঝতে পারতাম না। পানিটা তাও ফুটিয়ে খাওয়া যায়, কিন্তু খাবার না থাকলে তো আর রান্না করা যায় না। আমরা এখানে ১৭২ জন বাংলাদেশি যে কী পরিমাণ কষ্টে আছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের ডর্মিটরি সিলগালা করে দেয়া হয়েছে। বাইরে যেতে পারি না এবং কেউ ভেতরেও আসতে পারে না। ইউনিভার্সিটি খাবার দিতে চেয়েছে সেই তিন দিন আগে, কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার পাইনি। এ অবস্থায় আমরা এখানে কতদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো তা জানি না। শহর থেকে অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ট্রেন স্টেশন, বিমানবন্দর সব বন্ধ করে দেয়া হয়েছে।’

সরকারের সাহায্য চেয়ে তিনি আরো উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ, আমাদের এ অবস্থা থেকে রক্ষা করুন। এখনো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কিন্তু বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে অচিরেই অনেকে অসুস্থ হয়ে পড়বেন। দয়া করে আমাদের এখান থেকে রক্ষা করুন।’

অন্য আরেকটি পোস্টে তিনি জানান, ‘এ ব্যাপারে দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন ব্যস্ত পাওয়া যায়। তাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কিছু না বলেই প্রস্থান করেন। দেশে যোগাযোগ করা হলে জানা যায়, তারা দূতাবাসে ইতোমধ্যে আমাদের ফিরিয়ে নেবার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অথচ দূতাবাস বলছে, তারা দেশ থেকে আসা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’