আপনি পড়ছেন

যেসব প্রবাসী কর্মী মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন, তাদের মধ্যে চার খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। আজ শনিবার মালয়েশিয়ায় থাকা বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

bangladeshi worker in maloyমালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক

বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এই সুযোগ নিতে পারবেন। যে চার খাতের শ্রমিকরা বৈধ হতে পারবেন সেগুলো হলো- কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার সেক্টর।

বৈধকরণের এই প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

flag malaysiaমালয়েশিয়ার পতাকা

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে অবৈধভাবে অবস্থান করছে- এমন বাংলাদেশসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের জন্য ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।

বাংলাদেশ হাইকমিশন আরো জানায়, এই কর্মসূচির মাধ্যমে বৈধ হওয়ার জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নেই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানির পক্ষ থেকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানির বাইরে অন্য কারো মাধ্যমে কিংবা ইমিগ্রেশনে গিয়ে নিজে নিজে বৈধ হওয়া যাবে না। This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই ইমেইলে আবেদন করতে হবে।