পাকিস্তানে সাংবাদিক, সাবেক মন্ত্রী গ্রেপ্তার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে সরকার সমালোচকদের ধরপাকড় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে লাহোর বিমানবন্দর থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ইমরান রিয়াজ খানকে গ্রেপ্তার করা হয়। এর আগে গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগ নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়।
সাংবাদিক ইমরান রিয়াজ খানকে (পাঞ্জাবি পরিহিত) আজ ভোরে গ্রেপ্তার করা হয়
পুলিশ জানিয়েছে, ক্ষমতাসীন জোটের অন্যতম নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সম্পর্কে মন্তব্যের কারণে শেখ রশিদ আহমেদকে ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য জারদারি ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করেছেন বলে গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন শেখ রশিদ।
এর আগে সোমবার পাকিস্তান সরকার রাওয়ালপিন্ডিতে শেখ রশিদের বাসভবন লাল হাভেলি সিলগালা করে দেয়। প্রবীণ এ রাজনীতিক ঐতিহাসিক ভবনটি অবৈধভাবে দখল করেছিলেন বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
শেখ রশিদকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মাথায় লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে সাংবাদিক ইমরান রিয়াজ খানকে আটক করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি বলে ইমরান রিয়াজের আইনজীবী জানিয়েছেন।
এর আগে গত বছর ১৫ জুলাই ইমরান রিয়াজকে দুবাইগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়। এবারও তিনি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাকিস্তানে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে পাঞ্জাবের বিভিন্ন থানায় ইমরান রিয়াজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.