ভারত থেকে আর গরু আনা হবে না
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক
ভবিষ্যতে ভারত থেকে আর গরু আনা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, এবার আমাদের নিজস্ব গবাদিপশু দিয়েই কুরবানির চাহিদা পূরণ করা হয়েছে। আগামী বছরগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখা হবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নারায়ণ চন্দ্র জানান, ‘সরকার আগামিতে কৃষকদের প্রণোদনা দিয়ে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।’ এছাড়া তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভবিষ্যতে ভারত থেকে আর গরু না আনার জন্য এবং গবাদিপশুর উৎপাদন বৃদ্ধিতে সহায়তায় একটি নীতিমালা প্রণয়নে সরকারকে অনুরোধ জানাবে।
প্রতিমন্ত্রী বলেন, এই ঈদে ভারত আমাদের কোনো গরু দেয় নি। আমাদের দেশের খামারিরাই ঈদে গবাদিপশুর চাহিদা পূরণ করেছে। এই ঘটনায় আমাদের আত্মবিশ্বাস বীড়েছে। ফলে আমরা ভবিষ্যতে আর ভারত থেকে গরু আনতে চাই না।
তিনি আরও বলেন, ভারতের দিকে চেয়ে থাকতে থাকতে আমরা পিছিয়ে গেছি। আমরা এখন থেকে আত্মনির্ভরশীল হবো।
আপনি আরও পড়তে পারেন
মিনায় শহিদ হওয়া বাংলাদেশিদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
পাসপোর্টের মেয়াদ ও ফি বাড়ছে!
হজ নিয়ে কটুক্তি করায় গ্রেফতার ২
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর