আপনি পড়ছেন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় সেনাবহরে আত্মঘাতী হামলা নিয়ে মন্তব্য করে দেশটিতে বিতর্কের জন্ম দিয়েছেন পাঞ্জাবের মন্ত্রী ও সাবেক ক্রিকেটার নভোজিৎ সিংহ সিধু। এবার পাঞ্জাবের বিধানসভায় তিনি বললেন, ‘আমরা কেন কাশ্মির নিয়ে স্থায়ী সমাধানের পথে যাচ্ছি না?

novojit sidhu india

গত বৃহস্পতিবারের ওই হামলায় ভারতের ৪৯ সেনা সদস্য নিহত হয়েছে। হামলার পরই দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-এ মোহাম্মদ। কিন্তু সংগঠনটির পাশাপাশি পাকিস্তানে নিষিদ্ধ এর নেতা মাসুদ আজহার।

হামলার পর থেকেই ভারত দাবি করছে, পাকিস্তানের মদদে মাসুদ আজহারের নির্দেশেই ওই হামলা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে এই মাসুদ আজহারকেই ছেড়ে দেয়ার জন্য তৎকালীন ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে তোপের মুখে পড়েন সিধু। ওই সময় কান্দাহারে বিমান অপরহণের পর তৎকালীন এনডিএ সরকার মাসুদ আজহারকে মুক্তি দিয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী।

সেই প্রসঙ্গ তুলেই সোমবার সংসদে সিধু বলেন, ‘কারা মুক্তি দিয়েছিল আজহারকে? আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।’

এরপর তিনি প্রশ্ন করেন, ‘আমরা কেন কাশ্মির নিয়ে স্থায়ী সমাধানের পথে যাচ্ছি না?’

পাশাপাশি পুলওয়ামা হামলা নিয়ে নিজের করা আগের মন্তব্য থেকে সিধু সরছেন না বলেও জানান।

গত ১৪ ফেব্রুয়ারি হামলার পর সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ঘটনার নিন্দা করেন সিধু। তবে বলেন, ‘হামলার পর থেকে যেভাবে পাকিস্তানের প্রতি বিদ্বেষের আবহ তৈরি হয়েছে দেশজুড়ে, আমি কেবল তার বিরোধিতা করছি।’

পাকিস্তানের নাম না নিয়ে সিধু বলেছিলেন, ‘কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে পুলওয়ামায়। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমি। পরিস্থিতি যাই হোক না কেন, নাশকতা সব সময়ই নিন্দনীয়। দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত। কিন্তু, হাতে গোনা কয়েকজনের অপরাধের দায় একটা গোটা দেশ বা সেখানকার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া যায় কি?’

সিধুর সেই মম্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। যার জেরে ‘দ্য কপিল শর্মা শো’থেকে তাকে সরিয়ে দেয়া হয়। তারপর ফের সোমবার বিদানসভায় নতুন করে এই বিতর্ক সৃষ্টি করলেন সিধু।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিজেপিকে শুধু আক্রমণ নয়, এদিন পাঞ্জাব বিধানসভায় রীতিমতো বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাবেক এই ক্রিকেটার।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সিধু। বিধানসভায় এদিন সেই শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার ছবি দেখিয়ে তাকে তুলোধুনা করেন আকালি দলের এমপিরা।

তারা পরস্পরের বিরুদ্ধে কটূ শব্দ প্রয়োগ করতে থাকেন। এটা এতটাই বাজে পরিবেশ তৈরি করে যে, বিধানসভার বাজেট অধিবেশন মুলতবি হয়ে যায়। সিধুর বিরুদ্ধে অকালি দলের পাশাপাশি বিধানসভায় সরব হয় বিজেপিও।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.