অনেকদিন ধরেই হয়তো ভাবছেন বাড়ির জন্য কার্পেট কিনবেন। সৌন্দর্যের সাথে সাথে ফ্লোরের নষ্ট হয়ে যাওয়া অংশটা ঢাকতেও কার্পেটের বিকল্প নেই। কিন্তু কেনার আগে একটু ভেবে-চিন্তে কিনুন।
চলুন জেনে নেই কিছু পরামর্শ
বিল্ট ইন স্টেন রেসিস্টেন্ট ফাইবার দিয়ে তৈরি কার্পেট কেনার চেষ্টা করুন। এজন্য দোকানে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারেন। সাধারণত এগুলো সিন্থেটিক মেটিরিয়ালের তৈরি হয়। সুন্দর করে বসার ঘর সাজাতে হলে সিল্কের ফ্লোর কাভারিং কার্পেট কিনুন।
বয়স্কদের জন্য লাইনিং বা প্যাডিং করা স্লিপ রেসিসটেন্স কার্পেট হলে ভাল হয়।
ঘরে আদরের কুকুর-বিড়াল থাকলে মোটা বুননের কার্পেট কিনুন। না হলে পোষ্যর নখের আঁচড়ে কার্পেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
একটু শীতের সময় উলের কার্পেট ভাল। এতে অ্যালার্জির সম্ভাবনা কম থাকে এবং টেকসই হয়।
বাড়ির দরজার বাইরে, ড্রয়িং-ডাইনিং রুমে জুটের কার্পেট দিন কারণ এসব জায়গায় ভিজাভাব থাকে না।
রান্নাঘর বা বাথরুমের বাইরের জন্য চাটাই সবচেয়ে উপযুক্ত। অ্যান্টি স্লিপ হওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং চাটাইয়ের দুপিঠই ব্যবহার করা যায়।