মরণঘাতী করোনাভাইরাসে আজ নাস্তানাবুদ গোটা বিশ্ব। প্রতিনিয়ত আক্রান্তের পাশাপাশি মারা যাচ্ছে মানুষ। সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লকডাউন ও কারফিউসহ নানা বিধিনিষেধ। ফলে উৎপাদনের চাকা না ঘোরায় আগামীতে মহামন্দার আশঙ্কা করা হচ্ছে। তাই মানবসভ্যতা কে বাঁচাতে করোনার প্রতিষেধক আবিষ্কারে দিনরাত কাজ করছেন বিশ্বের বিজ্ঞানীরা। ইতোমধ্যে অনেকটা অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো একটি কার্যকর ওষুধ বা টিকা উদ্ভাবন করা সম্ভব হবে।

antonio gutheres un secretary generalজাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

কিন্তু তার আগেই আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে, টিকা বা ওষুধ আবিষ্কার করা সম্ভব হলে তা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে।

এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বললেন, কোভিড-১৯ এর বিরোধী টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বের সবার কাছে পৌঁছে দিতে হবে। এ নিয়ে কোনো ব্যবসা করা যাবে না।

নিজের অফিসিয়াল টুইটার পেজে গতকাল শনিবার গুতেরেস লেখেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে একটি আন্তর্জাতিক জোট গঠন করা উচিত। কার্যকর টিকা উদ্ভাবনের পর সঙ্গে সঙ্গে তা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে। সেইসঙ্গে এর মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।

un urges not to businessইতোমধ্যে মানবদেহে করোনাভাইরাসের কয়েকটি ওষুধের পরীক্ষা শুরু হয়েছে

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, মরণঘাতী এই ভাইরাসটির টিকা আবিষ্কারের বিষয়টিকে মানবসেবার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসের বিরুদ্ধে টিকা উদ্ভাবনের প্রকল্পকে জনসেবামূলক হিসেবে গ্রহণ করে কাজ করতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান তিনি।

গত বছরের শেষ প্রান্তে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর আস্তে আস্তে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বের ২৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৬০ হাজারের বেশি। পাশপাশি সুস্থ হয়েছে ৬ লাখের বেশি মানুষ।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.