প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে আছে, এমনটাই বলা হচ্ছে। তবে ব্রিটেনে ভাইরাসে সংক্রমিত হওয়ার পর তাদের দেহে রহস্যময় উপসর্গ লক্ষ করা গেছে। একই বিষয় দেখা গেছে নিউ ইয়র্কের শিশুদের মধ্যেও। তাদের দেহে বহুমাত্রিক প্রদাহজনিত উপসর্গ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ সোমবার এ তথ্য জানা।

mysterious symptoms of children symbolic pic02 প্রতীকী ছবি

তারা জানায়, নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে করোনায় সংক্রমিত হয়ে ১৫ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ভর্তি হয়েছে গত ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সময়ের মধ্যে। এদের বয়স ২ থেকে ১৫ বছরের মধ্যে।

তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বেশ কিছু শিশুর ক্রমাগত জ্বর, কাওয়াসাকি রোগ বা টক্সিক শক সিনড্রোমের মতো উপসর্গ দেখা দিয়েছে।

এর মধ্যে কাওয়াসাকি রোগের কারণে ধমনীর প্রাচীরে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সেইসঙ্গে হৃৎপিন্ডে রক্তের সরবরাহ কমিয়ে আনে। অধিকাংশ শিশুই কোনো জটিলতা ছাড়া এর থেকে সুস্থ হয়ে ওঠে। আবার অনেক শিশুর এর কারণে মৃত্যু হয়।

সংক্রমিত কিছু শিশুকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আক্রান্তদের অর্ধেকের বেশির দেহে রক্তের প্রয়োজন হয়েছে। স্বস্তির বিষয় হচ্ছে, নিউইয়র্কে এ ধরনের রোগে কোনো শিশুর মৃত্যু হয়নি।

ব্রিটেনেও কিছু শিশুর দেহে খুবই বিরল উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন এসব উপসর্গের সঙ্গে করোনাভাইরাসের সম্পৃক্ততা আছে। তবে এগুলো খুব বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন তারা। সেখানকার জাতীয় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস থেকে চিকিৎসকদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

লন্ডন এবং অন্য বেশ কিছু স্থানের হাসপাতালে ইনটেন্সিভ কেয়ারে গুরুতর অসুস্থ কিছু শিশুকে চিকিৎসা করা হচ্ছে। এসব শিশুদের দেহে যেসব লক্ষণ দেখা দিয়েছে সেগুলো খুবই অস্বাভাবিক।

কারো মধ্যে লক্ষ করা গেছে ফ্লুর মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি।

এদের মধ্যে কিছু শিশুর তীব্র জ্বর, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট এবং শরীরে ফুসকুড়ি দেখা দিয়েছে। পেটে ব্যথা, বমি, ডায়রিয়ার মতো লক্ষণও দেখা গেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, এমনও হতে পারে এটি সম্পূর্ণ নতুন মাত্রার একটি সংক্রমণ যা এখনো শনাক্ত হয়নি। সেই উপসর্গগুলো এখন নিউ ইয়র্কের শিশুদের মধ্যেও লক্ষ করা যাচ্ছে। এছাড়া ইতালি এবং স্পেনেও এ ধরনের উপসর্গ দেখা গেছে।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.