জাতিসংঘ: ‘মৌসুমী রোগে’ রূপ নিতে পারে করোনা
- Details
- by জীবনশৈলী ডেস্ক
প্রাণঘাতী করোনা মৌসুমী রোগে পরিণত হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। ভাইরাসটির গতিপ্রকৃতি নিয়ে প্রথমবারের মতো দেয়া এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এমনটা জানানো হয়।
করোনা প্রতিরোধের প্রতীকী ছবি
এএফপি জানায়, করোনা ছড়ানোর ক্ষেত্রে আবহাওয়া ও বায়ুমানের সম্ভাব্য প্রভাব উদঘাটন করতে কাজ করছেন বিশেষজ্ঞ দলটি। নানা পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া কিছু লক্ষণের ওপর ভিত্তি করে রূপান্তরের কথা বলছেন তারা।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্যের এ বিশেষজ্ঞ দলের বিবৃতিতে বলা হয়, ভাইরাসটি মৌসুমি রোগে পরিণত হওয়ার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এটি মানুষকে বহু বছর ভোগাবে।
জাতিসংঘের পতাকা
করোনাকে ‘রহস্যময়’ উল্লেখ করে দলটির কোচেয়ার বেন জেইটচিক বলেন, বহুবার ধরন বদলেছে ভাইরাসটি। গত গ্রীষ্মের মতো এই গ্রীষ্মেও বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে না, তা নিশ্চিত করে বলা যায় না।
এ ক্ষেত্রে বিশেষজ্ঞ দলের পরামর্শ হলো- করোনাকালের স্বাস্থ্যবিধি কঠোর বা শিথিল করার ক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর ওপর নির্ভর করা ঠিক হবে না।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর