আপনি পড়ছেন

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি গির্জায় কয়েকজনকে জিম্মি করার ঘটনা ঘটেছে। এতে দুজন হামলাকারীসহ মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

hostage crisis in france 3 died

জানা গেছে, চারজন চাকুধারী ও গির্জায় কয়েকজনকে জিম্মি করে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে ছুটে যায় এবং জিম্মিদের উদ্ধার করে। তবে তার আগেই একজন ধর্মগুরুকে ছুরি আঘাত করে মেরে ফেলে সন্ত্রাসীরা।

কিছুদিন আগে ফ্রান্সের নিস শহরে একজন জনতার ভিড়ের মধ্যে লরি চালিয়ে দেয় এবং এতে ৮৪ জান মারা যান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো একটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিলো ফ্রান্স।

তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় কিছু হয়নি। ফ্রান্সের পুলিশ এখনো এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি এবং তারা কারা সে বিষয়েও বিস্তারিত কিছু জানাতে পারেনি।

গত বছর প্যারিসের কয়েকটি স্থানে হামলা চালিয়ে ১৩০ জনকে মেরে ফেলা হয়। ওই ঘটনায় প্রায় চারশ লোক আহত হয়। প্যারিস এবং নিসের ঘটনা দুটির দায় স্বীকার করে বিবৃতি দেয় কথিত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠি আইএস।

ধারণা করা হচ্ছে, এবারের জিম্মি সঙ্কটও তাদেরই সৃষ্টি। তবে এ ব্যাপারে পুলিশ এখনো কোনো রকম তথ্য দিতে পারেনি। এ মাসে জিম্মি সঙ্কটে পড়েছিলো বাংলাদেশও। মাসের প্রথম দিন ঢাকার হলি আর্টিসানে সন্ত্রাসীদের আক্রমণে ২০ জন প্রাণ হারান। তাদের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক।

আপনি আরো পড়তে পারেন

জার্মানিতে চিকিৎসককে গুলি করে রোগীর মৃত্যু

উত্তর কোরিয়াকে কঠোরভাবে শাসালেন জন কেরি

জাকির নায়েক: বাংলাদেশে আমার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ হয়েছিলো

জাপানে কুপিয়ে ১৯ জনকে হত্যা

হিজাব পড়াকে বৈধতা দিল নাইজেরিয়া

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.