সংক্রমণের যে সময়টায় স্ট্রোকের ঝুঁকি বেশি
- Details
- by জীবনশৈলী ডেস্ক
যেকোনো সময় একজন মানুষের স্ট্রোক হতে পারে, সেটি সময়ের ওপর নির্ভর করে না। তবে করোনাকালে স্ট্রোকের রোগী বেড়ে যাওয়ায় তা গবেষকদের খোরাক জুগিয়েছে। মার্কিন একদল গবেষক বলছেন, সংক্রমণের প্রথম ৩ দিন স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
স্ট্রোকের আশঙ্কা, ফাইল ছবি
সম্প্রতি প্রকাশিত ওই গবেষণাটি পরিচালনা করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসির স্ট্রোক বিভাগ। গবেষণা বলছে, করোনা আক্রান্ত সংবহনতন্ত্রের সমস্যায় ভোগা রোগীদের স্ট্রোকের আশঙ্কা অনেক বেশি।
সাধারণ রোগীর ক্ষেত্রে ৬৫-৭৪ বছর বয়সীরা স্ট্রোকের অত্যন্ত ঝুঁকিতে থাকেন। তারা করোনায় আক্রান্ত হওয়ার ৭ দিন আগে ও ২৮ দিন পরের চেয়ে সংক্রমণের প্রথম তিন দিন পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি। এই সময় পেরিয়ে গেলে রোগটির শঙ্কা অনেকটা কমে আসে, বলছে গবেষণা প্রতিবেদন।
স্ট্রোক, ফাইল ছাবি
এ ছাড়া করোনা আক্রান্তদের ফুসফুসের সমস্যা দেখা যায় খুব বেশি। এর বাইরে আরো অনেক জটিল সমস্যা দেখা যেতে পারে, যার মধ্যে একটি স্ট্রোক। ৬৫ বছরের বেশি বয়সী ৩৫ হাজার ৩৭৯ জন রোগীর চিকিৎসা নথি পরীক্ষা করে গবেষকরা এসব তথ্য পেয়েছেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর