বাঁচবে সময়, ৪ মিনিটেই করোনা পরীক্ষার ফল!
- Details
- by জীবনশৈলী ডেস্ক
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফল আসতে বেশ সময় লেগে যায়, যার ফলে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে। এ ক্ষেত্রে পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষার ৪ মিনিটেই সঠিক ফল মিলবে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদল চীনা গবেষক।
করোনা পরীক্ষা, ফাইল ছবি
এনডিটিভি জানায়, দেশটির সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনার এই পরীক্ষাকে ‘প্যাথোজেন’ নাম দিয়েছেন। গতকাল সোমবার সাময়িকী নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এ সংক্রান্ত প্রকাশনাটি প্রকাশিত হয়।
এর পর্যালোচনায় গবেষকরা জানান, সমন্বিত ও হালকা প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কভ-২ শনাক্ত করতে প্রয়োগ করা হয় একটি ইলেক্ট্রমেকানিক্যাল বায়োসেনসর। এটি ৪ মিনিটের কম সময়ে আরএনএ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে পারে। এর ফলে ল্যাব পরীক্ষার থেকে সময়ের অপচয় কমিয়ে আনা সম্ভব।
সোয়াব থেকে জিনগত উপকরণ বিশ্লেষণে এই পরীক্ষায় মাইক্রো-ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়। পদ্ধতিটি দ্রুত গতির, সহজসাধ্য, অতি স্পর্শকাতর ও বহনযোগ্য বলে উল্লেখ করা হয় খবরে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর