আবার ঊর্ধ্বমুখী করোনা, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
- Details
- by নিজস্ব প্রতিবেদক
ঝিমিয়ে পড়া করোনাভাইরাস আবার কিছুটা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। দেশে গত কয়েকদিনের সংক্রমণ বিশ্লেষণ করলেই সেটা বোঝা যায়। মৃত্যু না হলেও এ সময় বেড়েছে রোগীর সংখ্যা। এ অবস্থায় দেশবাসীকে সতর্ক করেছেন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া নিয়ে আয়োজিত সভা শেষে দেশবাসীর উদ্দেশে এই সতর্কবার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কোভিড রোগী বাড়ছে। সতর্ক হতে হবে, মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
গত মাসখানেক ধরেই সংক্রমণের সংখ্যা প্রতিদিন কমবেশি ৫০-এর নিচে থাকছে। গত ৬ জুন শনাক্তের সংখ্যা ছিল ৪৩ জন। এরপর ধীরে ধীরে বাড়ছে এই সংখ্যা। গতকাল ১২ জুন দেশজুড়ে কোভিড আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১০৯ জনকে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর