ভারতে করোনাভাইরাসের শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত হয়েছে, বি.এ২.৭৫ ধরনের সংক্রমণ প্রথম ভারতেই শনাক্ত হয়েছে। এ কারণে গত কয়েকদিন ধরে দেশটিতে বেড়েছে সংক্রমণ। সর্বশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার, মারা গেছেন ৩৫ জন। খবর এনডিটিভি।
করোনাভাইরাস
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫৬ জন, মারা গেছেন ৫ লাখ ২৫ হাজার ৩৪৩ জন।
বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় সংক্রমিত দেশ ভারত এবং প্রাণহানির দিক থেকে তৃতীয়।
ভারতে করোনাভাইরাস
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান তুলে ধরা ওয়েবসাইটে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে শীর্ষ সংক্রমণের শিকার দেশ যুক্তরাষ্ট্র। এরপর ভারত, তৃতীয় অবস্থানে ব্রাজিল। বিশ্বে এ পর্যন্ত ৫৫ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৫০০ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছে ৬৩ লাখ ৬৯ হাজার ২৫৬ জন। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ২২ লাখ ৫ হাজার জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট বিএ.২.৭৫ সংক্রমণ ঘটাচ্ছে।
করোনার এই সাব ভ্যারিয়েন্টটির প্রভাব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান টেড্রোস আদহানম গেব্রিয়েসুস। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে বিশ্বে করোনা সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে। ভারতে সংক্রমণ ঘটেছে বিএ.২.৭৫ সাব ভ্যারিয়েন্টের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান জানিয়েছেন, করোনার এই নতুন উপধরন বিএ.২.৭৫ প্রথম ভারতে পাওয়া গেছে। ভারত থেকে তা ছড়িয়েছে আরও ১০টি দেশে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।