আপনি পড়ছেন

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ইসরায়েলিদের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন। খবর আনাদোলু।

ben gvirবেন-গভির

ইসরায়েলি চ্যানেল থারটিনের এক খবরে বলা হয়, কট্টরপন্থী ইহুদি শক্তি পার্টির এক বৈঠকে বেন-গভির বলেছেন, যারা বেসামরিক মানুষকে হত্যা করে, তাদের ক্ষতি করে, সে সব অপরাধীকে বৈদ্যুতিক চেয়ারে পাঠানো উচিত।

এমনিতেই বেন গভির ইসরায়েলিদের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি বিল পাস করতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটকে চাপ দিচ্ছেন।

ben gvir in aqsaবেন-গভিরের কারণে পরিবেশ অস্থিতিশীল হয়েছে

বেন-গভির জানান, তিনি এরইমধ্যে ফিলিস্তিনি বসতির আশপাশের এলাকায় কারফিউ আরোপ করতে বলেছেন, যাতে ইসরায়েলের জন্য হুমকি এমন অস্ত্রধারীদের সহজেই গ্রেপ্তার করা যায়।

এর আগে গত রোববার বেন-গভির নির্মাণের অনুমতি না থাকার অজুহাতে অধিকৃত পূর্ব জেরুজালেমে ১৪টি ফিলিস্তিনি মালিকানাধীন বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন।

সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর গত শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের কাছে বন্দুক হামলায় সাত ইসরায়েলি নিহত হন।

বেন-গভির ফিলিস্তিনিদের ব্যাপারে কট্টরপন্থী মতামত পোষণ করেন এবং সবসময়ই তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদের আহ্বান জানান। তিনি গত কয়েকদিনে বেশ কয়েকবার পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্স পরিদর্শনে যান এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে যোগ দেন।

বেন-গভিরের ব্যাপারে ইসরায়েলিরাই বেশ উৎকণ্ঠায় থাকেন। গত নভেম্বরে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ একটি অডিও ফাঁস হয়েছিল। যাতে বেন-গভির সম্পর্কে তিনি সবাই সতর্ক করে দিয়ে বলেছিলেন, বেন-গভিরের অতি-ডান দৃষ্টিভঙ্গি সম্পর্কে ‘পুরো বিশ্বই চিন্তিত।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.