করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০
Feb 05, 2023
মাদাম তুসোয় জায়গা পেয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল সুপার স্টার লিওনেল মেসি। নিউ ইয়র্কের বিখ্যাত যাদুঘরে বিশ্বের নানা ক্ষেত্রের সফল ব্যক্তিদের পাশাপাশি এখন থেকে শোভা পাবে মেসির মোমের মূর্তিও।
মেসির মূর্তিটি অবশ্য নিউ ইয়র্কে না, থাকবে মাদাম তুসোর বার্লিন শাখায়। ফুটবল খেলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মেসি জায়গা পেয়েছেন মাদাম তুসোয়।
২০১৪ বিশ্বকাপের জার্সি পরিহিত অবস্থায় মেসির একটি মুহূর্তকে মোমের মূর্তিতে রূপদান করা হয়েছে। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে চার মাসের বেশি।
মাদাম তুসোর খেলাধুলা বিষয়ক গ্যালারিতে দেখা যাবে মেসির মূর্তি। সেখানে আরো আছে বক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলি ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের মূর্তি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর