আধুনিক 'দোলনায়' সেজে উঠুক আপনার বাড়ি
- Details
- by জীবনশৈলী
'দোলনা' কথাটার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, ভাললাগা, ভালবাসা। পুরনো সেই দোলনাই আবার ফিরে এসেছে আধুনিক অন্দরসাজে। দোলনা এখন ঘরের সাজানোর এডেড স্টাইল।
বারান্দাটা একটু বড় হলেই এক কোণে লাগিয়ে নিতে পারেন কাঠের দোলনা বা সাদামাটা একটা বেতের দোলনা। দিন শেষে এখানেই কাটিয়ে দিতে পারেন নিজের সঙ্গে একান্ত কিছু সময়।
বসার ঘরটা যদি যথেষ্ট বড় হয় তাহলে ঝুলিয়ে নিতে পারেন বড় কাঠের দোলনা, তবে ফার্নিচারের ডিজাইনের দিকেও খেয়াল রাখতে হবে। আপনার স্বাদের দোলনার সাথে ঘরের অন্য ফার্নিচারের ডিজাইনও ম্যাচ হতে হবে। আর বসার রুমটি ছোট হলে রড আয়রনের দোলনা ভাল দেখাবে, রড আয়রনে জায়গা কম লাগে আবার ঘরও বড় দেখায়।
বাড়ির চারপাশে একটু খোলামেলা জায়গা থাকলে সেখানে যদি ছোটখাট বাগান করার সুযোগ পেয়ে যান তাহলে তো কথাই নেই। ছোটবেলার গাছের ডালে দোল খাওয়ার স্মৃতিটাই আবার ফিরিয়ে আনুন। এছাড়াও জায়গা বুঝে পছন্দসই দোলনা লাগাবার অপশনটাতো রইলই।
আপনি আরও পড়তে পারেন
নিজেই বানান আকর্ষণীয় মোমবাতি
ঘরের রঙে প্রভাবিত হবে আপনার মন
ঘর সাজান শখের গাছ দিয়ে
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর