দেশে কিংবা বিদেশে, বর্তমানে করোনাভাইরাসের সঙ্গে সমান্তরালে আলোচনা হচ্ছে এন-৯৫ মাস্কের ব্যাপারে। দিন কয়েক আগে আমাদের দেশে এই মাস্কের নাম দিয়ে গছিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মাস্ক। সে যাই হোক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রায় শতভাগ কার্যকর এই এন-৯৫ মাস্কের চাহিদা বিশ্বজুড়ে। মূলত স্বাস্থ্যকর্মীরা এই মাস্ক ব্যবহার করে থাকেন। চলুন জেনে নিই- কোথা থেকে এর উৎপত্তি, কেনইবা এমন নাম।

n 95 maskথ্রি এম কোম্পানির তৈরি এন-৯৫ মাস্ক

নামকরণের কারণটিই আগে জানা যাক। এন অক্ষর ব্যবহার করা হয়েছে ‘নট রেজিস্ট্যান্ট টু ওয়েল’ বোঝাতে। কারণ এই মাস্ক শুধু বস্তুকণা ঠেকাবে, কোনো তরল নয়। সঙ্গে ‘নাইনটি ফাইভ’ জুড়ে দেওয়ার কারণ হল, এই মাস্ক বাতাসে ভাসমান ৯৫ শতাংশ কণাকেই ছাঁকতে সক্ষম।

মাস্ক ব্যবহারের ইতিহাস খুব বেশি দিনের নয়। প্রথম শুরু হয়েছিল কিন্তু দুর্গন্ধ ঢাকতে। ১৬০০ সালের দিকে ইউরোপজুড়ে একধরনের প্লেগ ছড়িয়ে পড়ে, সংক্রমিত রোগীর শরীরের দুর্গন্ধ থেকে বাঁচতে ডাক্তাররা তখন মাস্ক ব্যবহার শুরু করেন। সেই মাস্কের মধ্যে জুড়ে দেওয়া হতো সুগন্ধি! ১৮৭০ সালের দিকে বিজ্ঞানীরা যখন ব্যাক্টেরিয়া সম্পর্কে জানতে পারেন তখন বিলুপ্তি ঘটে সুগন্ধি মাস্কের।

তারপর নানাভাবে আগমন ঘটে সার্জিক্যাল মাস্কের। ১৯১০ সালে চীনে প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে আরেকটি প্লেগ। ‘লিয়েন তেহ উু’ নামে দেশটির একজন চিকিৎসক গবেষণা করে জানালেন, এই প্লেগ বায়ুবাহিত। তারপর সেটি প্রতিরোধ করতে একটি কার্যকর মাস্ক বানালেন তিনি। দেখা গেল, ব্যাক্টেরিয়া প্রতিরোধের পরীক্ষায় সফলভাবে পাশ করেছে উু’র তৈরি করা মাস্ক। সেটিকেই বলা হয় বিশ্বের প্রথম আধুনিক মাস্ক।

preter tsaiআধুনিক এন-৯৫ মাস্কের জনক টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার সাই

এন-৯৫ মাস্কের সূচনা হয় থ্রি এম নামের একটি আমেরিকান কোম্পানির হাত ধরে। ১৯৬১ সালে তারা নতুন একটি সার্জিক্যাল মাস্কের উৎপাদন শুরু করে, কিন্তু চিকিৎসাবিজ্ঞানীদের স্বীকৃতি অর্জনে ব্যর্থ হওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এরপর ১৯৭২ সালে এসে ওই একই কোম্পানি তৈরি করে এন-৯৫ মাস্ক। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ওই বছরেরই ২৫ মে অনুমোদন পায় এই মাস্ক।

এরপর টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার সাই ১৯৯৫ সালে এন-৯৫ মাস্কে ভাইরাস প্রতিরোধী আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে নিজের নামে এর প্যাটেন্ট নিয়ে নেন। তাই তাকেই বলা হয় আধুনিক এন-৯৫ মাস্কের জনক।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.