আপনি পড়ছেন

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। তার পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারিয়ে তিনিই এখন সাদা বাড়ির নতুন রাজা হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন। জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

joe biden 02জো বাইডেন

১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে জন্মগ্রহণ করেন জো বাইডেন। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র এবং মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। বাবা-মায়ের বড় সন্তান হলেও বাইডেনরা মোট চার ভাইবোন। স্ক্রানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ারের মধ্যেই কাটে বাইডেনের শৈশব-কৈশর।

বাইডেনের পড়াশোনার বিষয় ছিলো ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান। ডেলাওয়ার ইউনিভার্সিটি থেকে তিনি এ দুই বিষয়ে ডিগ্রি নেন। পরবর্তীতে সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনের ওপর আরেকটি ডিগ্রি নেন।

সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় ১৯৬৬ সালে নিলিয়া হান্টার নামে এক তরুণীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন বাইডেন। ১৯৭২ সালে বড় দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাইডেনের স্ত্রী মারা যান। ওই দুর্ঘটনায় বাইডেনকন্যা নাওমিও পৃথিবীর মায়া ত্যাগ করেন। বাইডেনের বাকি দুই সন্তান হলো জোসেফ আর ‘বিউ’ বাইডেন এবং রবার্ট হান্টার।

নিলিয়া মারা যাওয়ার এক বছরের মাথায় ১৯৭৩ সালে বাইডেন জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন। এই ঘরে অ্যাশলে বেল্টজার নামে এক কন্যা সন্তানের জন্ম হয়।

joe biden us president candidateজো বাইডেন

জো বাইডেন ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন ১৯৭০ সালে। সাফল্যের পিচ্ছিল সিঁড়িটি মসৃণ করার জাদুমন্ত্র শিখে ফেলেন তখনই। ১৯৭২ সালের নভেম্বরে ওই সময়ের জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন। তারপর নাম লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সিনেটর নির্বাচিত হন।

এই ডেলাওয়ার থেকে মোট ছয়বার সিনেটর নির্বাচিত হন জো বাইডেন। বাইডেনের সেরা কৃতিত্বের মধ্যে অন্যতম হলো, নারীর বিরুদ্ধে সহিংসতা আইনসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি আইন প্রণয়ন করেন তিনি।

২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাইডেন। কিন্তু সেবার প্রার্থী হয়ে জয়লাভ করেন বারাক ওবামা। তবে ওবামা পুরোপুরি হতাশ করেননি বাইডেনকে, রানিংমেট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

এর মধ্যে ২০১৫ সালে বড় ধরণের ঝড় আসে বাইডেনের জীবনে। ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে বড় ছেলে বিউ বাইডেন মারা যান। সন্তানের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েন তিনি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার আগেই নিজেকে সরিয়ে নেন প্রার্থীতা থেকে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.