টিনেজারদের মানসিক স্বাস্থ্য নষ্ট করে সোশ্যাল মিডিয়া
- Details
- by জীবনশৈলী ডেস্ক
একটি গবেষণায় দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো টিনেজারদের মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয়।
এডুকেশন পলিসি ইন্সটিটিউট এবং দ্যা প্রিন্স’স ট্রাস্টের গববেষণায় বলা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা অত্যন্তত ঝুঁকিপূর্ণ।
এর ফলে ১৪ বছর বয়সে ছেলে ও মেয়ে উভয়ের সুস্বাস্থ্য নষ্ট হয় এবং মেয়েদের ক্ষেত্রে এর পরেও ঝুঁকিপূর্ণ কিছু ঘটতে পারে, গবেষণায় ফলাফল এ কথাও বলা হয়েছে।
গবেষণায় আরো যা যা বলা হচ্ছে
প্রতি তিনজনের মধ্যে একজন মেয়ে ১৪ বছর বয়সে নিজের চেহারা ও শরীর নিয়ে অসন্তুষ্টিতে ভোগে। অবশ্য প্রাথমিক বিদ্যালয় শেষ করতে করতে এই সংখ্যা প্রতি সাত জনের মধ্যে একজনে নেমে আসে।
২০১৭ সালের পর থেকে কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক অসুস্থতার প্রবণতা প্রতি নয় জনে একজন থেকে প্রতি ছয় জনে একজনে উঠে এসেছে।
কৈশরে উভয় লিঙ্গের মানসিকভাবে সুস্থ থাকার পরিমাণ কমে এসেছে। গবেষণার প্রতিবেদনে বলা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই পরিস্থিতি বেশি খারাপ।
কিন্তু মেয়েদের ক্ষেত্রে বয়স বাড়তে থাকলে পরিস্থিতি কিছুটা ভালো হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে মানসিক অসুস্থতার প্রবণতা কমার পরিবর্তে বাড়তে থাকে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর