কাশ্মীরে পেলেট গানের ব্যবহারে পাকিস্তানে ব্যতিক্রমী আন্দোলন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কিছুদিন ধরেই সীমান্তবর্তী এলাকা কাশ্মির অশান্ত হয়ে উঠেছে। ভারত শাসিত এই এলাকার আন্দোলনকারী মুসলিমদের দমাতে ভারতীয় বাহিনী ব্যবহার করছে বিতর্কিত পেলেট গান বা ছররা বন্দুক। বিভিন্ন মাধ্যমে অভিযোগ উঠেছে এই বন্দুকের ব্যবহার মূলত আন্দোলনকারীদের চিরতরে অন্ধ করে দিচ্ছে। এই বিতর্কিত বন্দুকের ব্যবহারে বিরুদ্ধে ব্যতিক্রমী আন্দোলনে নেমেছেন পাকিস্তানিরা। যা ক্রমেই ভাইরাল হয়ে উঠেছে।
জানা যায়, কাশ্মীরে পেলেট গানের গুলিতে শত শত যুবক মারাত্মক আহত হয়েছেন। এরমধ্যে অনেকেরই দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। অনেকে আবার চিরতরে অন্ধ হয়ে যাওয়ার মুখে। এর প্রতিবাদে পাকিস্তানীরা ভারতীয় সেলেব্রিটিদের ফটোশপড ছবি ব্যবহার করে অনলাইনে পেলেট গানের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাচ্ছেন। আন্দোলনকারীরা ভারতের তুমুল জনপ্রিয় নায়ক শাহরুখ খান, অমিতাভ বচ্চন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ পেলেট গানে গুলিবিদ্ধ হলে কেমন দেখাবে। তা পোষ্ট করে এই বন্দুকের ভয়াবহতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আট চল্লিশ ঘন্টায় এই অভিনব প্রতিবাদটি বেশ সাড়া ফেলেছে ফেসবুক এবং টুইটারে। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে ব্যাপকহারে ব্যবহার হচ্ছে পেলেট গান বা ছররা বন্দুক। যা গোটা বিশ্বজুড়ে নিন্দিত। তবে ভারতীয় পার্লামেন্ট এটিকে প্রাণঘাতী অস্ত্র নয় বলে দাবি করেছে। তবে দেখা যায়, এই বন্দুকের কার্ট্রিজ থেকে চারিদিকে ছিটকে পড়া অসংখ্য ছররা অনেক বিক্ষোভকারীর মুখে মারায় মারাত্মক জখমের শিকার হয়েছে চোখ।
বিশেষজ্ঞরা বলছেন, কথা ছিল এই বন্দুক হাঁটুর নিচে লক্ষ্য করে চালানো যাবে। কিন্তু ভারতীয় বাহিনী সেটা মানছে না। তারা পেলেট গান বুকে কিংবা মুখে মারছে। তারতীয় নিরাপত্তা বাহিনী দাবি করেছেন, অ্যাসল্ট ওয়েপেনের চাইতে পেলেট গান বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ বেশি কার্যকর।
'নেভার ফরগেট পাকিস্তান' পেশোয়ারের স্কুলে শিশুদের হত্যাযজ্ঞ চালানোর পর তার প্রতিবাদ জানাতে এমন ধরনের ক্যাম্পেইন শুরু করে। ঘটনাক্রমে সেই আন্দোলন ভারতীয় সেলেব্রিটিদের ছবি ব্যবহার করে পেলেট গানের বিরুদ্ধে শুরু হয়। গ্রুপটি ভারতের বিখ্যাত চিত্রতারকা, ক্রিকেটার, প্রধানমন্ত্রী বা বিরোধী নেত্রীদের ছবি পেলেট গানে গুলিবিদ্ধ হলে কেমন দেখাবে সেই ছবি ফটোশপ করে ফেসবুকে পোস্ট করছেন। সঙ্গে পোষ্ট করা হচ্ছে, এই মুখগুলো আক্রান্ত হলে কি আপনার বিবেক জেগে উঠবে?
ফটোশপের তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাইসহ অনেকেই। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ছররাবিদ্ধ মুখের ছবিও পোষ্ট করছেন আন্দোলনকারীরা।
আপনি আরো পড়তে পারেন
ফ্রান্সে জিম্মি সঙ্কট, তিন জনের মৃত্যু
জার্মানিতে চিকিৎসককে গুলি করে রোগীর মৃত্যু
উত্তর কোরিয়াকে কঠোরভাবে শাসালেন জন কেরি
জাকির নায়েক: বাংলাদেশে আমার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ হয়েছিলো
জাপানে কুপিয়ে ১৯ জনকে হত্যা
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.