advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 01 মিনিট আগে

মধ্যপ্রাচ্যের দেশ ইরাককে অতি মূল্যবান ও লোভনীয় উপঢৌকন দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরই মধ্যে দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাগদাদ সফরে গিয়েছে।

salman bin abdul aziz 19

গত বুধবার ইরাক সফরে যাওয়া ওই প্রতিনিদলের সদস্য সংখ্যা ছিলো ১০০। যাদের মধ্যে সাতজন ছিলেন মন্ত্রী। তবে এ সফরের বিষয়বস্তু বা লক্ষের বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি। এমনকি সফরের ফলাফলও স্পষ্ট নয়।

ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ইরাক সফরের এক মাসের মধ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এমন উদ্যোগ নিলো। ফলে এ ঘটনাকে প্রতিবেশি দেশ ইরাকের সঙ্গে সৌদির সম্পর্ক ঝালাই কনে নেয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ সীমান্ত থাকলেও ১৯৯০ সাল থেকে প্রায় ২৫ বছর পর ইরাকের সাথে সৌদি আরবের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিলো না। ২০১৫ সালে দেশ দুটির মধ্যে আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দুই দেশের বৈরী সম্পর্কের বরফ গলা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গেল বছর ইরাক ও সৌদি সমন্বয় পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ সফরের মধ্য দিয়ে পরিষদের দ্বিতীয় বৈঠকটি বাগদাদে অনুষ্ঠিত হলো।

sheikh mujib 2020