advertisement
আপনি দেখছেন

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারত জুড়ে ধর্ম নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি। আর তার মধ্যেই ধর্ম নিয়ে বিশেষ ব্যাখ্যা দিলেন তিনি। বললেন, কোনও ধর্মের বিষয়ে আলোচনাই হয় না তার পরিবারে। কোনও ধর্ম নয়, নিজেকে ভারতীয় ভাবতেই বেশি পছন্দ করেন তিনি।

shahrukh kahan india

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রিয়ালিটি শো ডান্স প্লাস ৫-এর এক এপিসোডে এসে এমন কথা বলেন শাহরুখ।

শাহরুখ বলেন, ‘আমরা কখনই হিন্দু-মুসলমানের কথা আলোচনা করি না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হলো হিন্দুস্তানি।’

তিনি আরও বলেন, তার সন্তানদের স্কুলের ফর্মে ‘রিলিজিয়ন’ লেখার আলাদা জায়গা থাকতো। ছোটবেলায় মেয়ে সুহানা এসে বাবাকে জিজ্ঞেস করেছিল, ‘বাবা আমাদের ধর্ম কোনটা?’ শাহরুখ জবাবে বলেছিলেন, ‘আমরা ভারতীয়। আমাদের কোনও ধর্ম নেই, থাকাও উচিৎ নয়।’

শাহরুখ আগেও বহুবার জানিয়েছেন, তার পরিবারে সব ধর্মের উৎসব পালন করা হয়। সন্তানদের নিয়ে জানিয়েছিলেন, ‘আমি আমার ছেলে-মেয়ের এমন নাম রেখেছি যার মধ্যে ধর্ম বা জাতি নির্বিশেষে একটা সর্বভারতীয় ভাবনা রয়েছে-আরিয়ান ও সুহানা।’

নিজের ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমি খুব বেশি ধার্মিক নিজেকে দাবি করব না, কারণ আমি পাঁচ ওয়াক্ত নামাজি নই। কিন্তু আমি মুসলিম। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং আমি মনে করি, এটা একটা ভালো ধর্ম যার মধ্যে নিয়মানুবর্তিতা রয়েছে।’