১৬ বছর পর ভাঙছে শর্মিলার অনশন!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে দীর্ঘ ১৬ বছর পর অনশন ভাঙতে যাচ্ছেন ভারতের মনিপুর রাজ্যের মানবাধিকারকর্মী ইরম শর্মিলা। সম্প্রতি রাজ্যের গণমাধ্যমকর্মীদের কাছে এ খবর জানিয়েছেন তিনি। পাশাপাশি অনশন ভেঙ্গে নির্বাচনে লড়বেন বলেও জানিয়েছেন এ মানবাধিকারকর্মী।
অনশন ভাঙার বিষয়ে শর্মিলা বলেন, 'আমি একটি ইস্যু নিয়ে দীর্ঘদিন অনশনে করেছি। সরকার সেই ইস্যুতে ইতিবাচক সাড়া দিতে ব্যর্থ হয়েছে। তাই আমি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। এখন ওই ইস্যুর সমাধানে আমি নির্বাচনে লড়বো।'
শর্মিলা আরো বলেন, '২০১৭ সালে মনিপুরে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনে প্রার্থী হবো আমি। যদিও এর আগে ২০১৪ সালেই আমার রাজনীতিতে নামার প্রস্তাব এসেছিল। আম আদমি পার্টি তাকে টিকিট দিতে চেয়েছিল। কিন্তু আমি সে প্রস্তাবে রাজি হইনি। তবে শেষ পর্যন্ত মানুষের জন্য তার দাবী আদায়ের জন্য রাজনীতিতে নামতে হচ্ছে আমাকে। '
উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) বাতিলের দাবিতে ২০০০ সাল থেকে অনশন করছেন শর্মিলা। শর্মিলা যখন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ২৭ বছর। এখন বয়স ৪৪। আগামী নয় আগস্ট তিনি অনশন ভাঙবেন বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
আপনি আরো পড়তে পারেন
ফ্রান্সে জিম্মি সঙ্কট, তিন জনের মৃত্যু
জার্মানিতে চিকিৎসককে গুলি করে রোগীর মৃত্যু
উত্তর কোরিয়াকে কঠোরভাবে শাসালেন জন কেরি
জাকির নায়েক: বাংলাদেশে আমার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ হয়েছিলো
জাপানে কুপিয়ে ১৯ জনকে হত্যা
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.