আপনি পড়ছেন

বিল ক্লিনটন নিজে আট বছর আমেরিকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। এবার তার স্ত্রীও হাঁটছেন সেই পথে। তার স্ত্রী হিলারি ক্লিনটন বরং স্বামীর চেয়ে কয়েক ধাপ এগিয়েই যাচ্ছেন। কারণ নির্বাচিত হলে হিলারিই হবেন আমেরিকার ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। স্ত্রীর এমন দারুণ কীর্তির জন্য সমর্থন চাইছেন ক্লিনটন নিজে।

clinton seeking support for his wife hillary

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের নাম ঘোষণা করা হয়। ইতিহাস সৃষ্টি হয়ে গেছে এর মাধ্যমেই। কারণ হিলারিই প্রথম নারী, যিনি আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনো বড় দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থীতা করার জন্য মনোনিত হলেন।

হিলারির নাম ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল ক্লিনটন। সেখানে তিনি নানা যুক্তিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে হিলারির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি হিলারিকে তার দেখা সেরা ‘আমূল পরিবর্তনের সৃষ্টিকারী’ হিসেবে অভিহিত করেন।

সরকারি কাজে হিলারি অত্যন্ত নিষ্ঠাবান বলে উল্লেখ করেন ক্লিনটন। একই সঙ্গে তিনি তার ব্যক্তিজীবনের ‘সেরা বন্ধু’ হিসেবে হিলারির নাম উচ্চারণ করেন এবং তার জন্য সমর্থন প্রত্যাশা করেন।

ডেমোক্র্যাটদের হয়ে হিলারি ক্লিনটনের প্রার্থীতার ঘোষণা দেন বার্নি স্যান্ডার্স। তিনি নিজেও প্রার্থীতার জন্য লড়াই করেছিলেন। কিন্তু দলের নেতৃবৃন্দ মনে করেছে, প্রার্থী হিসেবে স্যান্ডার্সের চেয়ে বেশি উপযুক্ত হিলারি। পরে স্যান্ডার্সও হিলারিকেই ডেমোক্র্যাটদের প্রার্থী মেনে নিয়েছেন।

প্রতিদ্বন্দ্বীর সমর্থন পাওয়া এবং তার জন্য স্বামীরও নির্বাচনী ক্যাম্পেইনে নেমে যাওয়া দেশে হিলারি নিশ্চয়ই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হলে, তা হবে আমেরিকার ইতিহাসের জন্য নতুন এক অধ্যায়।

আপনি আরো পড়তে পারেন

কাশ্মীরে পেলেট গানের ব্যবহারে পাকিস্তানে ব্যতিক্রমী আন্দোলন

ড্যামোক্র্যাটদের মনোনয়োন পেলেন হিলারি

১৬ বছর পর ভাঙছে শর্মিলার অনশন!

ফ্রান্সে জিম্মি সঙ্কট, তিন জনের মৃত্যু

জার্মানিতে চিকিৎসককে গুলি করে রোগীর মৃত্যু

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.