আপনি পড়ছেন

টানা ১১ দিনের ইসরায়েলি বর্বর বিমান হামলায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। শহরটির পুনর্গঠনে সাহায্য করতে ‘বড় প্যাকেজ’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

israeli attack on gaza 2গাজায় ইসরায়েলি হামলা, ফাইল ছবি

আল জাজিরা জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে গাজায় ত্রাণসহ সবকিছু সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানা তিনি।

গাজায় সহায়তা প্যাকেজ ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে সেখানকার প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর কড়া নজর রাখা এবং তাদের অস্ত্র তৈরি ঠেকাতে সচেষ্ট থাকার কথা বলেছে দেশটি।

নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে বাইডেন বলেন, জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে তেল আবিবকে। পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা দরকার।

biden netanyahuবাইডেন ও নেতানিয়াহু, ফাইল ছবি

অধিকৃত অঞ্চলের আরব অথবা ইহুদি যেই হোক, তাদের সঙ্গে ইসরায়েলি নাগরিকের মতো আচরণ করতে হবে তেল আবিবকে। এ ছাড়া জেরুজালেমে সহিংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেশটির নেতা হিসেবে মেনে নিতে হবে, নেতানিয়াহুকে বলেন বাইডেন।

তবে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে মার্কিন অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও আশ্বস্ত করেন বাইডেন। সেইসঙ্গে নেতানিয়াহুর প্রশংসাও করেন তিনি।

এএফপি জানায়, শুক্রবার তেল আবিবের হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তার প্রতিশ্রুতি দেন বাইডেন। এ সময় ইসরায়েলিদের সংঘাতের মূলে থাকা জেরুজালেমে ‘আন্তঃসাম্প্রদায়িক লড়াই’ বন্ধের আহ্বান জানান তিনি।

palestinian rocket rain 6হামাসের রকেট বৃষ্টি, ফাইল ছবি

ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আগের দেয়া প্রতিশ্রুতিতে আদৌ কোনো পরিবর্তন আসেনি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যতদিন ‘দ্ব্যর্থহীনভাবে’ দেশটির অস্তিত্ব স্বীকার করা না হবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না।

প্রসঙ্গত, আল-আকসায় হামলার ঘটনার প্রতিশোধ নিতে গত ১০ মে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে অবরুদ্ধ উপত্যকাটিতে মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলায় রকেট ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছোড়ে গাজার সংগঠনগুলো।

ওই সংঘাতে তেল আবিরের বোমায় নিহত হয় ৬৬ শিশুসহ ২৪৩ জনের বেশি ফিলিস্তিনি, আহত হয় সহস্রাধিক। গাজার হামলায় ১২ ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি আহ হয় কয়েক ডজন। উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শুক্রবার ভোররাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.